Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Upazila Food Controller's Office, Muradnagar, Comilla information.


সেবার তালিকা

সেবার তালিকা : 

১। দ্রুততম সময়ের মধ্যে খাদ্যশস্যের  খুচরা লাইসেন্স ইস্যু করা হয় এবং পাইকারী লাইসেন্স  ইস্যুর আবেদন উর্ধ্বত্বন কর্তৃপক্ষ বরাবর অগ্রগামীকরণ করা হয়। 

২। উৎপাদন মৌসুম ভিক্তিক প্রকৃত কৃষকদের নিকট হতে কৃষকের এ্র্যাপের মাধ্যমে সরাসরি  ধান  সংগ্রহ করা হয়।  "আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রকৃত কৃষকদের নিকট হতে মুরাদনগর এসএসডিতে আমন ও বোরো মৌসুমে ধান সংগ্রহ  করা হয়।

৩। সরকার নির্ধারিত মূল্যে ওএমএস এর মাধ্যমে চাল ও আটা বিক্রির কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়।

৪। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে  ১৫/- টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়

৫। প্রত্যেক মাসে ভিডব্লিউবি ও বিভিন্ন সময়ে ঘোষিত জিআর , কাবিখা, ভিজিএফ ও অনান্য খাতে গুদাম হতে চাল ও গম সরবরাহ করা হয়। ফায়ার সার্ভিস খাতে  এলএসডি হতে সরকার নির্ধারিত মূল্যে চাল ও গম সরবরাহ করা হয়।